Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাজবাড়ী উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বালিয়াকান্দি-পাংশা পাকা মহাসড়ক এবং অপরপাশ দিয়ে প্রবাহিত হয়েছে সুপ্রাচিন চন্দনা নদী। এই বাজারের পূর্ব পাশ ঘেঁষে অবস্থিত ঐতিহ্যবাহী মাজবাড়ী উচ্চ বিদ্যালয়। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত বিদ্যালয়টির নাম মাজবাড়ী উচ্চ বিদ্যালয়কেন হল স্বভাবতঃই অনুনন্ধিৎসু মনে প্রশ্ন জাগে। বলা বাহুল্য, এই প্রতিষ্ঠিত শিক্ষা নিকেতনটির আদি জন্মস্থান পাংশা উপজেলাধীন মাজবাড়ী ইউনিয়ন পরিষদের অন্তর্গত পূর্বফুল কাউন্নাইরস্থ মরহুম মন্সী সফিউদ্দিন আহম্মদ ওরফে ভোলাই মন্সী সাহেবের নিজস্ব বাসভবনে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল ১৯০৭ সাল। তৎকালিন বৃটিশ সরকারের সময়ে নিন্মস্তরের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি এম.ই.স্কুল মডেল ইংলীশ ইস্কুল নামে পরিচিত ছিল। উলেখ্য যে, শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ছিলেন মুন্সী সাহেব স্বয়ং। ‘‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো’’ এই মুল মন্ত্রে দীক্ষিত অল্প শিক্ষিত এই জ্ঞান তাপস তার শিক্ষার্থীদের মাঝে নিরন্তর জ্ঞানের প্রদিপ জ্বালানোর কাজে নিজেকে নিয়জিত রেখেছিলেন। এরই ফলশ্রুতিতে এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই পরবর্তী জীবনে বৃহৎ কর্মক্ষেত্রে অবর্তীর্ন হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন।

মুন্সী সাহেব মাজবাড়ী এলাকার সুধিমন্ডলীর সাথে মতবিনিময় শেষে দুটি শর্তারোপ করে বিদ্যালয়টির সোনাপুর স্থানান্তরের সিদ্ধান্ত প্রদান করেন। বৃহৎ জনগোষ্ঠির অনুরোধে মুন্সী সাহেবের এম,ই,স্কুলটি ১৯২০ সালের দিকে সোনাপুর স্থানান্তর করা হয়।

সুদির্ঘ সময়ের অতিক্রম এর পর ১৯৭০ সালে পুনরায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে উন্নীত করার লক্ষ্যে ৯ম শ্রেণী উদ্ধোধন করা হয়। পূর্ব কাউন্নাইরস্থ জনাব আফসার উদ্দিন মন্ডল সাহেবের অর্থানুকুল্যে ১৯৭২ সনে বিদ্যালয়ের নিজেস্ব নিবন্ধনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় অংশ গ্রহণের ব্যবস্থা করা হয়।